লঘূচাপের প্রভাবে সারাদেশে ঝড়-বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

দেশের বিভিন্ন অঞ্চলে সোমবার থেকে ঝড়বৃষ্টি হতে পারে। গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে সাগর উত্তাল রয়েছে। দেশের ২০ অঞ্চলে ভারি থেকে মাঝারি বৃষ্টি ও ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের ২০টি অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে সোমবার সকাল থেকেই চট্টগ্রাম, নোয়াখালী, ভোলা, বরিশাল, পটুয়াখালী, ফরিদপুর, গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। সেই সঙ্গে এসব এলাকার ওপর দিয়ে দমকা ও হালকা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘূচাপের কারণে সারাদেশেই আগামী কয়েকদিন বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে। তবে টাঙ্গাইল, কিশোরগঞ্জের নিকলী, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর এবং সৈয়দপুর অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

 

টাইমস/এসএন

Share this news on: