বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে কোনো দেয়াল নেই : ওবায়দুল কাদের

বাংলাদেশ-ভারতের সম্পর্কের মধ্যে কোনো কৃত্রিম দেয়াল এখন আর নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, দীর্ঘ ২১ বছর বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে একটা কৃত্রিম দেয়াল তৈরি হয়েছিল। যা এখন আর নেই। দুই দেশের সরকার ও জনগনের মধ্যে যোগাযোগ বাড়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অত্যন্ত উদার ও ভবিষ্যতমুখী।

সোমবার সকালে সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস। এসময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক ও দৃঢ়। প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া ভালো হলে দু’দেশেরই অর্থনৈতিক উন্নয়ন আরও সহজ হবে।

বাংলাদেশে ভারত সরকারের পক্ষে রীভা গাঙ্গুলি দাসের কূটনৈতিক তৎপরতার প্রশংসা করে ওবায়দুল কাদের বলেন, রীভা গাঙ্গুলি দাসের কর্মতৎপরতা বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।

এসময় ভারত-বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ হবে বলে মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস। তিনি বলেন, দু’দেশের মধ্যকার বিদ্যমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক ভবিষ্যতে নতুন রুপে উদ্ভাসিত হবে।

 

টাইমস/এসএন

Share this news on: