সিঙ্গাপুর-ঢাকা রুটে বিমানের ফ্লাইট শুরু ১ অক্টোবর

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১ অক্টোবর থেকে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে ফের ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সূত্র গণমাধ্যমকে জানায়, ১ অক্টোবর থেকে প্রতি বৃহস্পতিবার সিঙ্গাপুরে শিডিউল ফ্লাইট পরিচালনা করবে বিমান। যাত্রীরা বিমানের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট (www.biman-airlines.com), ট্রাভেল এজেন্ট কিংবা বিমানের সেলস কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এরপর আরেকটি আদেশে চীন বাদে সব দেশের সঙ্গে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটি সঙ্গে পর্যায়ক্রমে বাড়তে থাকে। এদিকে গত ১৬ জুন থেকে প্রথমবারের মতো ঢাকা থেকে লন্ডন এবং ঢাকা থেকে কাতার রুটে ফ্লাইট চলাচল শুরু করে বিমান। এরই ধারাবাহিকতায় অন্যান্য সব দেশের সঙ্গে পর্যায়ক্রমে ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

 

টাইমস/এসএন

Share this news on: