পাবনা-৪ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

পাবনা-৪ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। সামাজিক দূরত্ব বজাই রেখেই লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা।

সকাল থেকে নির্বাচনী এলাকার বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, শান্তিপূর্ণভাবে মানুষ লাইনে দাড়িয়ে ভোট দেয়ার জন্য অপেক্ষা করছেন। তবে করোনা প্রাদুর্ভাবের কারণে ভোটাররা মুখে মাস্ক পরে আসছেন। আবার অনেক কেন্দ্রে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগও পাওয়া গেছে।

ভোটররা জানিয়েছেন, তারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছেন। তবে করোনার কারণে ভোটার উপস্থিতি কম।

রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান গণমাধ্যমকে জানান, প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশের পাশপাশি আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছেন। নির্বাচনী এলাকায় র‌্যাব-বিজিবি টহলের পাশপাশি নির্বাহী এবং জুডিশ্যল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।

প্রসঙ্গত, পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা নিয়ে গঠিত পাবনা-৪ সংসদীয় আসন। চলতি মেয়াদসহ বিগত ৫ মেয়াদে শামসুর রহমান শরীফ ডিলু এ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। গত ২ এপ্রিল তিনি মারা যান। যে কারণে এ আসনটি ফাকা হওয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

উপনির্বাচনে নৌকা প্রতীকে নুরুজ্জামান বিশ্বাস, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং লাঙল প্রতীক নিয়ে জাতীয় পার্টির রেজাউল করিম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

টাইমস/এসএন

Share this news on: