যুক্তরাষ্ট্রে টিকে গেল ‘টিকটক’

চীনা সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ টিকটকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাতিল করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। গত রোববার থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী দেশটিতে ‘টিকটক’ অ্যাপ ডাউনলোড ও ব্যবহার নিষিদ্ধ হওয়ার কথা ছিল। কিন্তু আদালতের আদেশের কারণে ট্রাম্পের নিষেধাজ্ঞার আদেশ মুখ থুবড়ে পড়লো।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে সম্প্রতি হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে চীনা অ্যাপ ‘টিকটক’ এর ব্যাপারে বলা হয়, রোববারের পর থেকে আমেরিকায় টিকটক নিষিদ্ধ। ট্রাম্প প্রশাসনের এমন ঘোষণার পরই বিষয়টি আদালতে গড়ায়। এ নিয়ে নানামুখী জটিলতার পর যুক্তরাষ্ট্রের আদালত টিকটকের টিকে থাকার পক্ষেই আদেশ দেন।

এ সংক্রান্ত একটি মামলার শুনানি শেষে আদালতের বিচারক কার্ল নিকোলাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেন। তবে আগামী ১২ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে পুরোপুরি ভাবে টিকটক নিষিদ্ধ করা হয়েছে বলে জানা গেছে। আর এ নিয়ে আদালত কোনো মন্তব্য করেনি।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ