দেশের প্রধান দুই নেত্রীই বন্দি : আলাল

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুজনই বন্দি রয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

মানববন্ধনে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আপনি দেশনেত্রী খালেদা জিয়াকে গুলশানের বাসভবনে বন্দি করে রেখেছেন। আর আপনার ডানে-বামের লোকেরা গণভবনে আপনাকে বন্দি করে রেখেছেন। প্রতিবেশী দেশের আপনার কথিত বন্ধু নামের শত্রুরা আপনাকে গণভবনে বন্দি করে ফেলেছেন। এই ভিনদেশী চক্রটি দেশের প্রধান দুই নেত্রীকে দুই ভাবে দুই জায়গায় বন্দি করে রেখেছে। দুই নেত্রী ভালো নেই।

মোয়াজ্জেম হোসেন আলাল আরও বলেন, প্রধানমন্ত্রী আপনি এটা (বন্দি) যতক্ষণ পর্যন্ত উপলব্ধি করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত দেশে ভালো কিছু হবে না। শেখ মুজিবের কন্যা হিসেবে এ বোধোদয় আপনার হোক সেই কামনা করি।

আয়োজক সংগঠনের সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

টাইমস/এসএন

Share this news on: