চিকিৎসার প্রয়োজনে খালেদা জিয়া চাইলে যুক্তরাজ্যে যেতেই পারেন: ডিকসন

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাজ্যে চিকিৎসা নিতে চাইলে যুক্তরাজ্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

বুধবার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টকে’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, স্বতন্ত্র কোন বিষয়ে আমি মন্তব্য করতে চাইনা, তবে তিনি চাইলে অবশ্যই যুক্তরাজ্যে যেতে পারেন সে বিষয়ে আমাদের কোন নিষেধাজ্ঞা নেই। যেহেতু তার পরিবারের সদস্যরাও যুক্তরাজ্যে আছেন, চিকিৎসার প্রয়োজন হলে তিনি যেতেই পারেন।

তিনি আরও বলেন, যুক্তরাজ্যের ভ্যাকসিন প্রয়োজন বিবেচনা করে বিভিন্ন দেশে সরবরাহ করা হবে। আর সেক্ষেত্রে বাংলাদেশ অগ্রাধিকার পাবে।

ডিকাব টকে ডিকাব সভাপতি আঙ্গুর নাহার মন্টি, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানসহ সংগঠনের সদস্যরা অংশ নেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ