কঙ্গোয় বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে বাংলাদেশী নারী শান্তিরক্ষী

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে একের পর এক কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে বাংলাদেশের শান্তিরক্ষীরা। এবার কঙ্গোর বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পেয়েছেন দেশটিতে মোতায়েন করা বাংলাদেশের নারী শান্তিরক্ষীরা।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতিসংঘ পরিচালিত কঙ্গোর একটি বিমানবন্দরের সার্বিক নিরাপত্তার দায়িত্বে দেয়া হয়েছে বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীদের। এঘটনায় পুলিশ সদর দপ্তর গর্ব প্রকাশ করেছে।

কঙ্গোর ওই বিমানবন্দরের নিরাপত্তায় ব্যানএফপিইউ-১, রোটেশন-১৪ এর শান্তিরক্ষী পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।

রোটেশনের কমান্ডার মেরিনা আক্তার গণমাধ্যমকে বলেন, আমরা শুধু দেশের মাটিতেই নয়, বিদেশেও জাতিসংঘের পতাকাতলে অত্যন্ত মর্যাদা ও গর্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছি। কঙ্গোর এই বিমানবন্দরটির নিরাপত্তা নিশ্চিত করা আমাদের জন্য সহজ কাজ নয়। এটা একটা বিরাট চ্যালেঞ্জ। কিন্তু আমরা অত্যন্ত আশাবাদী, আমরা সফল হবো।

 

টাইমস/এসএন

Share this news on: