নারী-শিশু ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে জামালপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

সারাদেশে চলমান নারী-শিশু ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জামালপুরে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।

বুধবার দুপুর ১২টায় জামালপুর পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন ও জামালপুর স্টুডেন্টস এসোসিয়েশনের ব্যানারে শহরের দয়াময়ী মোড় চত্বরে এ সড়ক অবরোধ ও মানবন্ধন কর্মসূচি পালিত হয়।

জামালপুর স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি রাকিবুল হাসানে রাকিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন মো. এম এ তাহের, অনিক, অন্তরা চৌধুরী এবং জামালপুর পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশনের আহবায়ক ফাহদি আহমদে, যুগ্ম আহবায়ক এনামুল হক নাহিদ ও অথৈই রহমান।

বক্তারা ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর, ধর্ষণ মামলার বিচার দ্রুত নিষ্পত্তি, শিশু-নারীদের নিরাপত্তা, ধর্ষণ প্রতিরোধে আলাদা সেল গঠন, ধর্ষিতাদের সামাজিক মর্যাদা রক্ষা এবং ধর্ষিতার চিকিৎসা এবং মামলার খরচ রাষ্ট্রকে বহনের ৬ দফা দাবি জানান।

 

টাইমস/এবি/এইচইউ

Share this news on: