ভিসা ও ইকামার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়াল সৌদি

ছুটিতে দেশে এসে আটকে পড়া প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের ভিসা ও ইকামার মেয়াদ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরব।

বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ভিসা বাড়ানোর তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত জাভেদ পাটোয়ারী তাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, করোনার কারণে বাংলাদেশে আটকে পড়া প্রবাসী শ্রমিকদের ভিসা ও ইকামার মেয়াদ ১৭ অক্টোবর পর্যন্ত বাড়াতে সম্মত হয়েছে সৌদি আরব।

এর আগে গত ২১ সেপ্টেম্বর উড়োজাহাজের টিকিট ও ভিসার মেয়াদ বাড়ানোর দাবিতে রাস্তায় নামেন প্রবাসী কর্মীরা। এরপর ২২ সেপ্টেম্বর ভিসার মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়ে সৌদি সরকারকে চিঠি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়, সবাইকে আলাদা করে কফিলের সঙ্গে যোগাযোগ করে মেয়াদ বাড়িয়ে নিতে হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on: