বিএনপির মানববন্ধন বুধবার, জনসভা ৮ ফেব্রুয়ারি

একাদশ জাতীয় সংসদের নির্বাচনের পর প্রথম কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

কর্মসূচি অনুযায়ী, জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রতিবাদ জানিয়ে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হবে।

এছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী ৮ ফেব্রুয়ারি জনসভা করবে দলটি।

মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। এবারের নির্বাচনের ফল ভোটের দিনই প্রত্যাখ্যান করেছে বিএনপি। বুধবার সংসদ অধিবেশনের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি বলেন, বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

এ ছাড়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দেশের বিভিন্ন কারাগারে থাকা নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ৮ ফেব্রুয়ারি জনসভা করা হবে বলে জানান রিজভী।

ওইদিন দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

 

টাইমস/এক্স

Share this news on: