আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

শারদীয় দুর্গোৎসব ও লক্ষ্মীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য সাত দিন বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে স্বাভাবিক পাসপোর্টধারী যাত্রীরা গমনাগমন করতে পারবেন। এছাড়া দুই দেশে আটকেপড়া ও কূটনৈতিক পাসপোর্টধারী যাত্রীরা নিজ দেশে প্রত্যাবর্তন করতে পারবেন।

পূজা উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রপ্তাানি বন্ধের ঘোষণা ঘোষণা দিলেও সরকারি ছুটি ছাড়া অন্যান্য দিন বন্দরের কার্যক্রম চালু থাকবে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ২২ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা পাঁচ দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

৩০ অক্টোবর সাপ্তাহিক ছুটি ও লক্ষ্মীপূজা উপলক্ষে ৩১ অক্টোবরের ছুটি শেষে ১ নভেম্বর থেকে আমদানি-রপ্তানি আবার শুরু হবে।

 

টাইমস/এসএন

Share this news on: