তৃতীয় দিনের মতো উত্তাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় : অনড় শিক্ষার্থীরা

২০ শতাংশ টিউশন ফি ও কোটা ভিত্তিক বৃত্তির দাবিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের মতো বিক্ষোভ অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। তবে ঢাকার বাইরে অবস্থান করা বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা নিজ নিজ শহরে মানববন্ধন করবে বলে জানা গেছে।

মঙ্গলবার আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আজকের মধ্যে দাবি না মেনে নেয়া হলে বুধবার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করবেন তারা।

শিক্ষার্থীরা জানান, করোনা পরিস্থিতির মধ্যে প্রায় সব শিক্ষার্থীই আর্থিক সংকটে রয়েছেন। এ কারণে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত সেমিস্টারে ২০ শতাংশ টিউশন ফি মওকুফ করে নর্থ সাউথ কর্তৃপক্ষ। তবে বর্তমানে পরিস্থিতি আরও তীব্রতর হওয়ার আশঙ্কায় কোনো নোটিশ ছাড়া পূর্ব ঘোষিত সুবিধা বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা নানা ভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। পরে ৬ দফা দাবিতে গত দুইদিন ধরে ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচী পালন করেন শিক্ষার্থীরা। এসময় তারা বিশ্ববিদ্যালয়টির ভিসিসহ কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করেন।

এদিকে মঙ্গলবার সকাল থেকে সাধারণ শিক্ষার্থীরা নর্থ সাউথ ক্যাম্পাসে সমবেত হয়ে ২০ শতাংশ টিউশন ফি মওকুফ ও কোটাভিত্তিক বৃত্তি প্রদানের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ