প্যারিসে মহানবীর ব্যঙ্গ কার্টুন : ম্যাঁক্রোকে সমর্থন দিলো ভারত

মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে ফ্রান্সে একের পর এক ব্যঙ্গ কার্টুন প্রকাশিত হচ্ছে। এসব ঘটনার প্রতিবাদে ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাঁক্রোর বিরুদ্ধে মুসলিম বিশ্বে বিক্ষোভ শুরু হয়েছে। অনেক দেশেই ফরাসি পণ্য বয়কটের আন্দোলন শুরু হয়েছে। কিন্তু এমন পরিস্তিতিতেই বিতর্কিত ফরাসি প্রেসিডেন্টকে সমর্থন জানিয়েছে ভারত।

এমনকি ম্যাঁক্রোর ইন্ধনে ইসলাম বিদ্বেষী বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদে মুসলিম নেতাদের বক্তব্যকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার।

বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ম্যাক্রোঁকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করা আন্তর্জাতিক আলোচনার অধিকাংশ মৌলিক মানদণ্ডের লঙ্ঘন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, যে কোনো কারণে কিংবা পরিস্থিতিতে সন্ত্রাসবাদকে ন্যায্যতা দেয়ার সুযোগ ভারতের কাছে নেই। মুসলিমদের নবীর ব্যঙ্গ কার্টুন প্রকাশের জেরে ম্যাক্রোঁকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, ভারত এসব আক্রমণাত্মক বক্তব্যের জোরালো নিন্দা জানাচ্ছে।

বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, উগ্র মুসলিম যুবকের হাতে খুন হওয়া ফরাসি শিক্ষকের আত্মার শান্তি কামনা করছি। ওই শিক্ষকের পরিবার ও ফরাসি জনগণের প্রতি শোক জানাচ্ছি।

এদিকে ফরাসি প্রেসিডেন্টকে সমর্থন দিয়ে বিবৃতি দেয়ায় দিল্লিতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ইমানুয়েল লেনিন ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক টুইটবার্তায় লেনিন বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ফ্রান্স ও ভারত পরস্পরের ওপর নির্ভরশীল। ধন্যবাদ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

টাইমস/এসএন

Share this news on: