সৌদি যুবরাজকে জাতিসংঘ মহাসচিবের ফোন

ইয়েমেন ও আঞ্চলিক সমস্যা সমাধানের অগ্রগতি সম্বন্ধে জানতে সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানকে ফোন দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও মোহাম্মদ বিন সালমানের মধ্যে ফোনালাপ হয়। সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে।

ইয়েমেনে সৌদি সমর্থিত হুতি বিদ্রোহীরা বিগত চার বছর ধরে আবদ-রাব্বু মানসুর আল হাদি সরকারের ‍বিরুদ্ধে লড়াই করার জন্য যুদ্ধ ও সামরিক অভিযানে প্রায় ১০ হাজারেরও বেশি লোক নিহত হয়েছেন। জাতিসংঘ দুপক্ষের মধ্যে সই হওয়া চুক্তি পুনর্বহাল করতে চাচ্ছে। হুদাইদাহ বন্দর ইয়েমেনের বাণিজ্য ও আমদানির মূল প্রবেশপথ। তাই এখান থেকে সেনা প্রত্যাহারের জন্য জাতিসংঘ গুরুত্ব দিচ্ছে। বন্দরটি বর্তমানে নিয়ন্ত্রণ করছেন হুতি বিদ্রোহীরা। বন্দরের উপকণ্ঠে সৌদি নেতৃত্বাধীন জোটের সেনাবাহিনী রয়েছে।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: