বন্ধুদের আড্ডা শেষে রাতে জ্বর, হাসপাতালে ঢাবি ছাত্রের মৃত্যু

বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে রাতে জ্বরে আক্রান্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উর্দু বিভাগের ২০১২-১৩ সেশনের ছাত্র মোস্তাফিজুর রহমান তিতো। পরে হাসপাতালে তিনি মারা যান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে মাদারীপুরের একটি হাসপাতালে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা গেছে, মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। থাকতেন ২১৫ নং রুমে।

মোস্তাফিজুরের বন্ধু জাহিদ জানান, গত মঙ্গলবার দুপুরে তারা একসঙ্গে খাওয়া দাওয়া করেছেন। আড্ডা দিয়েছেন। পরে মোস্তাফিজ জ্বরে আক্রান্ত জন। জ্বর বেশি হওয়ায় মামাতো ভাইয়েরা তাকে মাদারীপুরে নিয়ে যান। পরে মধ্যরাতে মাদারীপুর হাসপাতালে মোস্তাফিজুর মারা যান।

সহপাঠীরা জানিয়েছেন, মোস্তাফিজুর বেশ শান্ত ও ভদ্র একটি ছেলে ছিলেন। সবার সঙ্গেই তিনি হাসিমুখে কথা বলতেন।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ