ঝিনাইদহে ভুল অপারেশনে প্রসূতির মৃত্যুর অভিযোগ

ঝিনাইদহে ভুল অপারেশনে আরেক মিতা খাতুন (৩৫) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মিতা খাতুন জেলার কোটচাঁদপুর উপজেলার বড় বামুনদিয়া গ্রামের আবদুল হামিদের স্ত্রী।

সোমবার সকালে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বেসরকারি নার্সিং হোমে এঘটনা ঘটে।

জানা যায়, রোববার সকাল সাড়ে ৯টার দিকে আবুদল হামিদ দালালের খপ্পরে পড়ে উপজেলা হাসপাতাল সংলগ্ন কোটচাঁদপুর নার্সিং হোমে তার প্রসূতি স্ত্রীকে ভর্তি করেন। পরে ওই হাসপাতালে মিতা খাতুনের সিজারিয়ান অপারেশন করেন ডা: ফাহিম আহম্মেদ।

অপারেশনের পরে নবজাতক সুস্থ থাকলেও প্রসূতি মিতা খাতুন অসুস্থ হয়ে পড়েন। ধীরে ধীরে তার শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। পরে সোমবার ভোরে যশোর জেনারেল হাসপাতালে রোগীকে রেফার করা হয়। কিন্তু ওই প্রসূতিকে যশোরের একটি প্রাইভেট ক্লিনিকে নেয়া হয়। পরে ওই ক্লিনিকে প্রসূতি মিতা খাতুনের মৃত্যু হয়।

 

টাইমস/এফএ/এসএন

Share this news on: