বেগমপাড়ার সাহেবদের ধরা হবে : সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কানাডার বহুল আলোচিত ‘বেগমপাড়ার সাহেবদের’ ধরা হবে। বেগমপাড়ার সাহেবদের ধরতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন।’

মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কানাডার বেগমপাড়ার ব্যাপারে তদন্ত শুরু করতে দুদককেও নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, কানাডার বেগমপাড়ার বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী নজরে আনর পর থেকেই সরকার এ বিষয়ে সক্রিয় হয়েছে। দুদকের তদন্তে যাদের নাম আসবে তাদের ব্যাপারে ব্যবস্থা নেবে সরকার।

ওবায়দুল কাদের আরও বলেন, যারা বিদেশে অর্থপাচার করেছেন, তাদের একমাত্র পরিচয় ‘অর্থপাচারকারী’। এদের মধ্যে যদি কোনো সরকারি কর্মকর্তা থাকেন বা সরকারের কাছের কোনো ব্যক্তি থাকেন, কাউকেই ছাড় দেয়া হবে না।

প্রসঙ্গত, সম্প্রতি ঢাকা রিপোর্টাস ইউনিটির মিট দ্য প্রেস অনুষ্ঠানে যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, ‘কানাডার বেগমপাড়ায় বেশ কিছু বাংলাদেশি ব্যক্তি বাড়ি গাড়ি করেছেন। তারা অর্থপাচারকারী। এদের বেশিরভাগই সরকারি আমলা।’

পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্য নিয়ে দেশে তোলপাড় শুরু হয়। এমনকি উচ্চ আদালতও বেগমপাড়ার ব্যাপারে জানতে চেয়ে সরকার ও দুদককে নির্দেশনা পাঠিয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ