আইসিসির নতুন চেয়ারম্যান নিউজিল্যান্ডের গ্রেগ বারক্লে

আইসিসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গ্রেগ বারক্লে। তিনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির প্রধান নির্বাচনের ক্ষেত্রে ১৬টি ভোটের মধ্যে ১১টি পেয়েছেন গ্রেগ বারক্লে। নিউজিল্যান্ড থেকে এই প্রথম কোনো ব্যক্তি আইসিসির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।

ক্রিকইনফো বলছে, গ্রেগ বারক্লে একজন আইনজীবী। ২০১২ সাল থেকে তিনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধানের দায়িত্ব পালন করে আসছেন।

গ্রেগ বারক্লে’র আগে আইসিসির চেয়ারম্যান ছিলেন শশাঙ্ক মনোহার। শশাঙ্ক ছিলেন সংস্থাটির প্রথম স্বাধীন চেয়ারম্যান। সে হিসেবে বারক্লে আইসিসির দ্বিতীয় স্বাধীন চেয়ারম্যান।

আইসিসির সর্বোচ্চ দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় গ্রেগ বারক্লে বলেছেন, 'আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হওয়া অনেক বড় সম্মানের। আমার ওপর আস্থা রাখায় আইসিসির অন্যান্য পরিচালকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা রাখি, একসঙ্গে সবাই মিলে ক্রিকেটকে আরও ভালো অবস্থানে নিতে পারব।'

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ