আওয়ামী লীগের নেতারা নজরদারিতে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ মনোনীত জনপ্রতিনিধি ও দলীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা কঠোর নজরদারিতে রয়েছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগের ভেতরে গণতন্ত্র চর্চা রয়েছে। গণতন্ত্র চর্চার পাশাপাশি জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগে দুষ্টের দমন ও শিষ্টের পালন নীতি অনুসরণ করেন।

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগে সাংগঠনিক ভাবে কোনো অনিয়ম ও দুর্নীতি প্রশ্রয় দেয়া হয় না। কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া মাত্রই দলীয় ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। এছাড়া স্বপ্রণোদিত হয়ে বিতর্কিত নেতাকর্মীদের দল থেকে বের করে দেয়ার রীতি মেনে চলে আওয়ামী লীগ। দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় দলে শুদ্ধি অভিযান চালানো হয়। কাজেই আওয়ামী লীগের গণতন্ত্র চর্চা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।

ওবায়দুল কাদের আরও বলেন, দলের প্রত্যেকটা নেতাকর্মীর ওপর দলীয় প্রধানের দৃষ্টি রয়েছে। সকল নেতার পারফরম্যান্স রিপোর্ট শেখ হাসিনার কাছে আছে। কোন নেতা, কোথায় কি করছেন, কোথায় যাচ্ছেন, সবকিছু দলীয় প্রধানের মাথায় রয়েছে। সকল জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের সব নেতাদের নিয়মিত মনিটর করা হচ্ছে।

সংবাদ সম্মেলনের একপর্যায়ে তিনি বিশ্ব ফুটবলের কিংবদন্তী আর্জেন্টাইন ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

 

টাইমস/এসএন

Share this news on: