ইতালির নেপোলিতে হবে ‘ম্যারাডোনা স্টেডিয়াম’

ইতালির নেপোলি শহরের একটি স্থানীয় স্টেডিয়ামের নামকরণ করা হচ্ছে আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনার নামে। নেপোলির মেয়রের বরাত দিয়ে এ খবর দিয়েছে ব্লুমবার্গ।

বৃহস্পতিবার নেপোলি শহরের স্থানীয় সান পাওলো স্টেডিয়ামকে ‘ম্যারাডোনা স্টেডিয়াম’ হিসেবে নামকরণ করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। ম্যারাডোনা স্টেডিয়াম হিসেবে নামকরণের বিষয়ে ইতালির ওই শহরের সবাই ঐক্যমতে পৌছেছেন।

প্রসঙ্গত, ১৯৮৭ সালে ইতালীয় ফুটবলের শিরোপা জিতিয়ে নেপোলির সর্বকালের মহানায়ক হয়ে যান ম্যারাডোনা।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ