কৃষক আন্দোলনে অবরুদ্ধ দিল্লি: সংহতি জানালেন ট্রুডো

কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভে উত্তাল ভারত। দুদিন ধরে রাজধানী দিল্লি গোটা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দিল্লিতে প্রবেশের প্রধান সড়ক ও মহাসড়কগুলোতে সমবেত হয়েছেন লাখ লাখ কৃষক।

এদিকে ভারতের কৃষকদের আন্দোলনের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গুরু নানকের ৫৫১তম জন্মদিন উপলক্ষে ভার্চুয়াল মাধ্যমে কানাডার শিখ সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে উদ্বেগ জানান তিনি।

টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে ট্রুডো বলেছেন, ভারতে কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের আন্দোলন উদ্বেগজনক। আমার চিন্তা হয় ওইসব কৃষকের পরিবার ও বন্ধুদের নিয়ে। কৃষকদের যৌক্তিক সকল দাবির সঙ্গে কানাডা একমত রয়েছে।

জাস্টিন ট্রুডো

ভারতীয় আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতজুড়ে কৃষকদের বিক্ষোভ এবং বিরোধী দলগুলোর অনুরোধ উপেক্ষা করে গত ২৭ সেপ্টেম্বর কৃষি সংস্কার সংক্রান্ত বিতর্কিত তিনটি বিল পাস করে কেন্দ্র সরকার।

এরপর থেকে কৃষি আইনটি বাতিলের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন দেশটির কৃষকরা। এমনকি সম্প্রতি মোদি সরকারের কৃষিনীতির বিরুদ্ধেও আন্দোলন শুরু হয়ে গেছে।

গত সপ্তাহে রাজধানী দিল্লি অভিমুখে লংমার্চ করেন দেশটির বিভিন্ন রাজ্যের কৃষক সংগঠনগুলো। দিল্লিতে প্রবেশের সড়ক ও মহাসড়কগুলো ছেয়ে গেছে লাখ লাখ কৃষকের পদচারণায়। কিন্তু দিল্লি প্রবেশের সব রাস্তা এরই মধ্যে বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার।

এতে এখন পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কৃষকরা। আন্দোলনরত কৃষকদের ওপর পুলিশ কাঁদুনে গ্যাস, রাবার বুলেট ও জলকামান ব্যবহার করলেও অধিকার আদায়ে অনঢ় কৃষকরা। রাজধানী দিল্লিতে প্রবেশের সবগুলো রাস্তার মুখে অবস্থান নিয়েছে কৃষকরা। এতে কার্যত গোটা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দিল্লি।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়া দেখলেই পানি স্প্রে May 06, 2024
img
দুপুরের মধ্যে ৮০ কিমি. বেগে বৃষ্টির আভাস, নৌ বন্দরে ২ নম্বর সংকেত May 06, 2024
img
হামাসের হামলায় ইসরায়েলের ৩ সেনা নিহত, বন্ধ কেরাম শালোম ক্রসিং May 06, 2024
img
পাঁচ দিনের সফরে ঢাকায় আইওএম'র মহাপরিচালক May 06, 2024
img
রাজধানীতে ঝড়ো হাওয়ার সঙ্গে নামল শিলাবৃষ্টি May 05, 2024
img
রিয়াদ-হৃদয়ের ব্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেটের জয় বাংলাদেশের May 05, 2024
img
তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি: পরীমণি May 05, 2024
img
দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি May 05, 2024
img
বাংলাদেশকে ১৩৯ রানের লক্ষ্য দিলো জিম্বাবুয়ে May 05, 2024
img
শুক্রবার ক্লাস নেওয়া নিয়ে ফেসবুক পোস্ট ভুলবশত: শিক্ষা মন্ত্রণালয় May 05, 2024