মুসলিম দেশের ভাস্কর্যের ছবি প্রচার করুন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

পাকিস্তানসহ অন্য মুসলমান অধ্যুষিত দেশে যেসব ভাস্কর্য আছে সেগুলো টেলিভিশনে প্রচার করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার (২ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক স্মরণসভায় এই আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, আলেম নামধারী কিছু লোক ইসলামকে কলঙ্কিত করার জন্য, অতি ধর্মপরায়ণ ভাব দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য ইসলামের অপব্যাখ্যা করছে। পবিত্র ধর্মকে বিতর্কিত করে তুলছে। তিনি আরও বলেন, পৃথিবীর সব মুসলিম দেশে ভাস্কর্য রয়েছে। এমনকি তিনটি ইসলামিক রাষ্ট্র ইরান, আফগানিস্তান ও পাকিস্তানে প্রচুর ভাস্কর্য রয়েছে। সরকারকে অনুরোধ করেন দূতাবাসের মাধ্যমে সব ভাস্কর্য সংগ্রহ করে প্রচার করা হোক। তাহলে মানুষ আসল ঘটনা বুঝবে।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on:

সর্বশেষ