ভারতে কৃষকদের সমর্থনে শ্রমিক ধর্মঘটের ডাক : অবরুদ্ধ দিল্লি

 

ভারতে চলমান কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের লাগাতার আন্দোলন ভিন্ন দিকে মোড় নিয়েছে। বুধবার (২ ডিসেম্বর) দেশটির পরিবহন শ্রমিকরা কৃষকদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে পরিবহন ধর্মঘট আহ্বান করেছে। এতে বেশ বিপাকে পড়েছে নরেন্দ্র মোদির সরকার।

বুধবার (২ ডিসেম্বর) রাজধানী দিল্লিতে প্রবেশের সব সড়ক ও মহাসড়কে কৃষকদের জমায়েত অব্যাহত রয়েছে। কোথাও কোথাও আন্দোলনকারীদের ওপর কাদুনে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে ভারতীয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী।

ভারতের পাঞ্জাব ও হরিয়ানা থেকে বুধবারও কয়েক লাখ কৃষক নতুন করে আন্দোলনে যোগ দিয়েছেন। সবাই দিল্লি অবরোধ করার জন্য রাজধানী অভিমুখে রওনা করেছেন। পথিমধ্যে অনেক জায়গায় বাধার মুখে পড়ছেন আন্দোলনকারীরা।

এদিকে কৃষক ও পরিবহন শ্রমিকদের সম্মিলিত আন্দোলনে কার্যত গোটা দেশের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানী দিল্লি। অবরোধের আজ তিন দিন চলছে। তিনদিন ধরেই রাজধানী দিল্লিতে প্রবেশের সব রাস্তা বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ কৃষকরা।

আন্দোলনকারী কৃষকদের দাবি, সরকারকে নতুন কৃষি আইন বাতিল করতে হবে। তারপর আলোচনা হবে। ফসল সংগ্রহের ক্ষেত্রে ন্যূনতম মূল নির্ধারণ না করা পর্যন্ত আন্দোলন ছেড়ে আলোচনায় বসতেও নারাজ কৃষকরা।

কৃষকদের আন্দোলনের সমর্থনে ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস। এই সংগঠনটি ভারতে প্রায় এক কোটি ট্রাক শ্রমিকের প্রতিনিধিত্ব করে। ট্রাক শ্রমিকের প্রতিনিধিত্ব করে। ৮ ডিসেম্বর থেকে তারা কৃষকদের সঙ্গে রাস্তায় নামবে।

ট্রাক শ্রমিক সংগঠনটির সভাপতি কুলতারান সিং আতওয়াল ভারতীয় গণমাধ্যমকে বলেন, ৮ ডিসেম্বর থেকে দেশটির ট্রাক শ্রমিকরা ধর্মঘট শুরু হবে। সব ট্রাক ও যানবাহন বন্ধ করে দেয়া হবে। উত্তর ভারত ও দিল্লি, হরিয়ানা, উত্তর প্রদেশ, পাঞ্জাব, হিমাচল ও জম্মু-কাশ্মিরেও ট্রাাক চলাচল বন্ধ থাকবে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ