জনগনের হাতে ক্ষমতা ছাড়ুন : গয়েশ্বর

বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ‘জিয়াউর রহমানের নামফলক’ পরিবর্তনের পরিণতি ভালো হবে না বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, জিয়াউর রহমান একটি ইতিহাস। এদেশ একটি যুদ্ধের ইতিহাসের মধ্য দিয়ে জন্ম নিয়েছে। যাদের রক্তে এ দেশের স্বাধীনতা লেখা, তাদের রক্তকে অপমান করার দুঃসাহস দেখাবেন না।

বুধবার (২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। রাজধানীর মোঘলটুলী এলাকায় ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়’ এর নাম পরিবর্তন করার প্রতিবাদের এ মানববন্ধনের আয়োজন করে স্বেচ্ছাসেবক দল।

মানববন্ধনে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমি বলব- অ্যাবাউট টার্ন। ভ্রাতুষ্পুত্রকে বলেন- তিনি যেন নিজ হাতে মোঘলটুলিতে জিয়াউর রহমানের নামের সাইনবোর্ডটি লাগিয়ে দিয়ে আসেন। তা না হলে যেদিন ক্ষমতার পরিবর্তন হবে, বাংলাদেশে ভাংচুর যে শুরু হবে, সেটা আর প্রতিরোধ করতে পারবেন না।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, প্রতিহিংসা ছাড়ুন। কম তো খান নাই, অনেক খাইছেন। এগুলো শেষ করতে যতটুকু হায়াত দরকার, আল্লাহ তো এত হায়াত দেয় নাই মানুষকে। বাংলাদেশকে তো আপনি শেষ করে দিয়েছেন। এসব খেতেও পারবেন না, কবরে নিয়েও যেতে পারবেন না। তাই বলবো, মানে মানে ক্ষমতা ছেড়ে দেন। আপনি যদি স্বেচ্ছায় জনগণের ক্ষমতা জনগণের কাছে ছেড়ে না দেন, তাহলে মান-ইজ্জত বাঁচবে না।

মানববন্ধনে স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েলের পরিচালনায় আরও বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, আজিজুল বারী হেলাল প্রমুখ।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মিল্টনের আশ্রমে থাকা শিশু-বৃদ্ধদের দায়িত্ব নিচ্ছে শামসুল হক ফাউন্ডেশন May 06, 2024
img
১৪ দিনে হিটস্ট্রোকে মৃত্যু ১৫ জনের : স্বাস্থ্য অধিদপ্তর May 06, 2024
img
সম্পদ অর্জনে এমপিদের চেয়ে চেয়ারম্যানরা এগিয়ে, টিআইবির বিশ্লেষণ May 06, 2024
img
হিলি স্থলবন্দর দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি May 06, 2024
img
রাজধানীর যেসব স্থানে বসবে কোরবানির পশুর হাট May 06, 2024
img
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়া দেখলেই পানি স্প্রে May 06, 2024
img
দুপুরের মধ্যে ৮০ কিমি. বেগে বৃষ্টির আভাস, নৌ বন্দরে ২ নম্বর সংকেত May 06, 2024
img
হামাসের হামলায় ইসরায়েলের ৩ সেনা নিহত, বন্ধ কেরাম শালোম ক্রসিং May 06, 2024
img
পাঁচ দিনের সফরে ঢাকায় আইওএম'র মহাপরিচালক May 06, 2024
img
রাজধানীতে ঝড়ো হাওয়ার সঙ্গে নামল শিলাবৃষ্টি May 05, 2024