রাশিয়ায় গণহারে করোনার ভ্যাকসিনের প্রয়োগ শুরু

করোনা ভাইরাস মোকাবিলায় রাশিয়ায় শুরু হয়েছে গণহারে ভ্যাকসিন প্রয়োগ। রুশ উদ্ভাবিত ‘স্পুটনিক-ভি’ ভ্যাকসিন দেশটির সব নাগরিকের ওপর পর্যায়ক্রমে প্রয়োগ করা হবে। ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে চিকিৎসক, নার্স, সেচ্ছাসেবক, শিক্ষক, সমাজকর্মীদের অগ্রাধিকার দেয়া হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে সরকারি ভাবে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ফাইজার উদ্ভাবিত করোনার ভ্যাকসিনের অনুমোদন দেয় ব্রিটেন। তার দুদিন পরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজ দেশে গণহারে করোনার ভ্যাকসিন প্রয়োগের ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী শনিবার থেকে নিজেদের উদ্ধাবিত ‘স্পুটনিক-ভি’ ভ্যাকসিনের প্রয়োগ শুরু করেছে মস্কো।

রুশ বিশেজ্ঞদের দাবি, করোনা মোকাবিলায় স্পুটনিক-ভি ভ্যাকসিন ৯৫ শতাংশের বেশি কার্যকর। তবে নিজেদের উদ্ভাবিত এই ভ্যাকসিন নিয়ে এখনো গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। এই টিকার উৎপাদন সংশ্লিষ্টরা অনেক আশাবাদী। তারা বলছেন, চলতি বছরের শেষ নাগাদ ২০ লাখ ভ্যাকসিন উৎপাদন করতে পারবে রাশিয়ার প্রতিষ্ঠানটি।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ