‘শীর্ষস্থানীয় পত্রিকার সম্পাদককে হত্যার পরিকল্পনা করছিল তারা’

রাজধানীর উত্তরা থেকে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। একটি জাতীয় পত্রিকায় বিবাহ সংক্রান্ত হাদিস নিয়ে কটুক্তি করায় ওই পত্রিকার সম্পাদককে হত্যার পরিকল্পনা করে তারা। কিন্তু ওই পরিকল্পনা বাস্তবায়নের আগেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।

শুক্রবার দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানান তিনি।

মুফতি মাহমুদ খান জানান, চলছি বছর ২৮ জানুয়ারি রাজধানীর আশুলিয়া থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য মো. আব্দুস ছোবহান ওরফে হাবিবকে (২৮) গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে রাজধানী উত্তরা এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় মো. শাহরিয়ার নাফিস ওরফে মো. আম্মার হোসেন (২০), মো. রাসেল ওরফে সাজেদুল ইসলাম গিফারী (২৪), মো. রবিউল ইসলাম ওরফে নুরুল ইসলাম (২৪) ও মো. আব্দুল মালেক (৩১) নামের চারজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে উগ্রবাদী বই, মোবাইল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারের পর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছে।

তিনি জানান, গ্রেফতারদের টার্গেট বিভিন্ন অনলাইন এ্যাকটিভিস্ট ও ব্লাগাররা। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি এ্যাকটিভিস্ট গ্রুপে ছদ্মবেশ নিয়ে যুক্ত হয়ে ওই গ্রুপের সদস্যদের চিহ্নিত করে হত্যার চেষ্টা করেছে।

 

টাইমস/ কেআরএস

Share this news on: