পাচার হয়েছে আড়াই হাজার কোটি টাকা, নেপথ্যে শতাধিক ব্যক্তি

বিদেশে অর্থ পাচারের সঙ্গে শতাধিক ব্যক্তি জড়িত। বিদেশে পাচার হয়েছে আড়াই হাজার কোটি টাকা। তবে পাচার হওয়া টাকা ও ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দুদকের আইনজীবী খুরশীদ আলম।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ সংক্রান্ত রিপোর্ট দাখিল করে দুদক। তবে দুদক ছাড়াও একই বিষয়ে আরও চারটি পৃথক রিপোর্ট জমা পড়েছে আদালতে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্টে বলা হয়েছে, অর্থপাচারের তথ্য দিতে সব মিশনকে নির্দেশ দেয়া হয়েছে। তারা রিপোর্ট দিলে তা আদালতে দাখিল করা হবে। এছাড়া কানাডায় অর্থপাচারের বিষয়ে সে দেশের কাছে তথ্য চাওয়া হয়েছে।

এদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম গণমাধ্যমকে জানান, বিদেশে অর্থপাচারের সঙ্গে দেশের শতাধিক ব্যক্তি জড়িত। এ পর্যন্ত অন্তত আড়াই হাজার কোটি টাকা পাচার হয়েছে দেশ থেকে। তবে পাচারকারী ও পাচার হওয়া অর্থের পরিমাণ বাড়তে পারে। এখনো তদন্ত চলছে। তদন্তাধীন বিষয়গুলো রিপোর্টে উল্লেখ করা হয়নি।

 

টাইমস/এসএন

Share this news on: