চিলাহাটি-শিলিগুড়ি ট্রেন চলাচল শুরু

দীর্ঘ ৫৫ বছর পর অবশেষে চালু হয়েছে বাংলাদেশের চিলাহাটি ও ভারতের শিলিগুড়ির হলদিবাড়ি রুটে ট্রেন চলাচল। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) চিলাহাটি থেকে শিলিগুড়ির হলদিবাড়ির উদ্দেশ্যে ছেড়ে গেছে ট্রেন।

প্রথমে পণ্যবাহী ট্রেন চললেও আগামী ২৬ মার্চ থেকে এ পথ দিয়ে ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই রেল যোগাযোগ উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৈঠকে দুই শীর্ষ নেতা কোভিড পরবর্তী সহযোগিতা আরও জোরদার করাসহ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বৈঠকের আগেই দু’দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক করা হয়েছে। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাণিজ্য, কৃষি, জ্বালানি ও পরিবেশসহ অন্যান্য বিষয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ও বাংলাদেশের পক্ষে নিজ নিজ বিভাগের কর্মকর্তরা এ চুক্তি স্বাক্ষর করেন।

প্রসঙ্গত, মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকায় আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। করোনা পরিস্থিতির উন্নয়ন হলে তিনি ঢাকায় আসবেন।

 

টাইমস/এসএন

Share this news on: