হেনরি জেমস ১৮৪৩ সালের ১৫ এপ্রিল নিউইয়র্কের এক ধনী ও সম্ভ্রান্ত আমেরিকান পরিবারে জন্মগ্রহণ করেন।
জেমস ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি উপন্যাস, ছোটগল্প, ভ্রমণকাহিনী, সাহিত্য সমালোচনা, আত্মজীবনী সব কিছুই সারাজীবন ধরে নিয়মিত লিখেছেন।
তার বিখ্যাত ছোটগল্পগুলোর মধ্যে রয়েছে- ‘দ্য অল্টার অফ দ্য ডেড’, ‘দ্য বিস্ট ইন দ্য জাঙ্গল’, ‘দ্য বার্থ প্লেস’, ‘অ্যান্ড আদার টেলস’ ইত্যাদি। তার কিছু বিখ্যাত উপন্যাস হলো- ‘দ্য পোর্ট্রেট অফ আ লেডি’, ‘রোডেরিক হাডসন’, ‘দ্য আমেরিকান’, ‘দ্য ইউরোপিয়ানস’ ইত্যাদি।
হেনরি জেমস ১৯১৬ সালের ২৮ ফেব্রুয়ারি লন্ডনে মৃত্যুবরণ করেন।
তার একটি উক্তি হলো-
“শিল্প মানবতার ছায়া ছাড়া আর কিছুই নয়।”