সুষ্ঠু নির্বাচন চেয়ে আওয়ামী লীগকে ফখরুলের চ্যালেঞ্জ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের বিষয়ে এখনো দলীয় কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। কিন্তু তার আগেই আওয়ামী লীগের নেতারা মনগড়া কথা বলে বেড়াচ্ছেন।

সোমবার (২১ ডিসেম্বর) সকালে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে নির্ধারিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মেজর হাফিজ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ কী দেখতে চায়, আওয়ামী লীগ তা বুঝে না। প্রশাসন যন্ত্রকে ব্যবহার না করে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দিলেই বুঝা যাবে আওয়ামী লীগকে মানুষ চায় কিনা।

আওয়ামী লীগকে প্রশাসনের ওপর ভর করে নয়, জনগনের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশন একটা চোর, তারা টাকা চুরি করে। একটা নির্বাচন দিন, সেখানে রাষ্ট্রযন্ত্রকে আওয়ামী লীগের পক্ষে ব্যবহার করা হবে না। তেমন একটি নির্বাচনেই বুঝা যাবে দেশের মানুষ কী চায়।

 

টাইমস/এসএন

Share this news on: