বিদ্রোহীদের হামলায় ইথিওপিয়ায় নিহত শতাধিক

ইথিওপিয়ায় বিদ্রোহী বন্দুকধারীদের গুলিতে শতাধিক সাধারণ মানুষ নিহত হয়েছেন। বুধবার (২৩ ডিসেম্বর) দেশটির বেনিশ্যাঙ্গুল-গুমুজ এলাকায় এঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইথিওপিয়ার মেটেকেল অঞ্চলের বুলেন কাউন্টির বেকোজি গ্রামে অতর্কিতে হামলা চালায় বন্দুকধারীরা। ওই গ্রামে বিভিন্ন নৃতাত্তি¡ক গোষ্ঠীর লোকজন বসবাস করে।

হামলায় বেকোজি গ্রামের অন্তত শতাধিক সাধারণ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। হামলাকারীরা গ্রামের বিভিন্ন বাড়িঘরে হামলা চালিয়ে মালামাল লুট করে নিয়েছে।

রয়টার্স বলছে, ২০১৮ সালে প্রধানমন্ত্রী হিসেবে আবি আহমেদ ক্ষমতায় আসার পর থেকে আফ্রিকার দ্বিতীয় জনবহুল দেশটিতে সহিংসতা লেগেই আছে। প্রতিনিয়ত আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদীদের হামলার শিকার হচ্ছে সাধারণ মানুষ।

গত দেড় মাস ধরে দেশটির উত্তরাঞ্চলীয় টাইগ্রে অঞ্চলে বিদ্রোহীদের বিরুদ্ধে সেনাবাহিনীর লড়াই চলছে। এ যুদ্ধে এখন পর্যন্ত সাড়ে ৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। টাইগ্রে অঞ্চলে দেখা দিয়েছে নতুন অস্থিরতা।

 

টাইমস/এসএন

Share this news on: