প্রয়োজনে আন্তর্জাতিক সব রুটে বিমান চলাচল বন্ধ

করোনা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি বুঝে বাংলাদেশে যেকোনো সময় বিমানের আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট বন্ধ করে দেয়া হতে পারে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা মহড়া অনুষ্ঠানে এসব কথা জানান বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

প্রতিমন্ত্রী আরও জানান, বেসামরিক বিমান পরিবহন, স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিতভাবে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এভাবেই বিমান চলাচল অব্যাহত থাকবে।

সম্প্রতি যুক্তরাজ্যে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় এবং একই ধরন বা সিকোয়েন্স বাংলাদেশে শনাক্ত হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আগত যাত্রীদের বিশেষভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। কাউকে সন্দেহ হলেই তার পিসিআর ল্যাব টেস্ট করানো হবে। করোনা আক্রান্তদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের পর্যাপ্ত ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রতিমন্ত্রী মাহবুব আলী আরও বলেন, শুধু যুক্তরাজ্য নয়, বিদেশ ফেরত সব যাত্রীদের পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট আনা বাধ্যতামূলক করা হয়েছে। আমরা করোনার ব্যাপারে কোনো ছাড় দিতে চাই না।

এর আগে প্রায় ৪০ মিনিটব্যাপী বিমানবন্দরের নিরাপত্তা মহড়া প্রত্যক্ষ করেন প্রতিমন্ত্রী। মহড়ায় বাংলাদেশ বিমানবাহিনী, সেনাবাহিনী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও ঢাকা মেট্রো পলিটন পুলিশ (ডিএমপি) ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চৌকস সদস্যরা অংশ নেন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মিথিলা হাতে উঠলো ভারতের ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার May 04, 2024
img
আট দফা কমার পর বাড়লো স্বর্ণের দাম May 04, 2024
img
মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী May 04, 2024
img
সুন্দরবনের গহীনে ভয়াবহ আগুন May 04, 2024
img
সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার May 04, 2024
img
আইপিএলে প্লে অফে ওঠার দৌড়ে এগিয়ে যারা May 04, 2024
img
শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা, ৬ ট্রেনের যাত্রা বাতিল May 04, 2024
img
সরকার গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে: প্রতিমন্ত্রী May 04, 2024
img
শিক্ষকদের মর্যাদা ও বেতন বাড়াতে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী May 04, 2024
img
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হামাস May 04, 2024