টুপি ও কোটের দ্বন্দ্বের জেরে ১৫ আগস্টের ঘটনা : গয়েশ্বর

১৫ আগস্টের মর্মান্তিক ঘটনাকে টুপি ও কোটের প্রতিযোগিতার ফসল বলে মন্তব্য করেছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ১৫ আগস্টের দুঃখজনক ঘটনায় জিয়াউর রহমানের নামে অভিযোগ করে আসছে আওয়ামী লীগ। কিন্তু বিরোধ তো ছিল আসলে মোশতাকের টুপি আর শেখ মুজিবের কোট নিয়ে। দুইজনের প্রতিযোগিতার ফসল ১৫ আগস্টের ঘটনা।

রোববার (২৭ ডিসেম্বর) জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর আরও বলেন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই সেদিন ১৫ আগস্টের মত ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল। কিন্তু আওয়ামী লীগ নিজেদের পাপ ঢেকে রাখতে জিয়াউর রহমানের নামে মনগড়া অভিযোগ করে চলেছে।

তিনি আরও বলেন, সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার ষড়যন্ত্র করছে। কিন্তু সরকারের মনে রাখতে হবে, জিয়াউর রহমানের নাম মুছে দেয়ার চেষ্টা মানে মুক্তিযুদ্ধের সত্য ইতিহাসকে মুছে দেয়ার ষড়যন্ত্র। কারণ মুক্তিযুদ্ধের ইতিহাসে জিয়াউর রহমানের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: