ভারতে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে নিহত ৭

ভারতের বিহারে দিল্লিগামী সীমাঞ্চল এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন।

রোববার স্থানীয় সময় ভোর ৩টা ৫২ মিনিটের দিকে বৈশালি জেলার শাহাদাই বুজুর্গের কাছে এ দুর্ঘটনা ঘটে। দেশটির রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। খবর আনন্দবাজার।

রেল সূত্রের খবর, যোগবাণী-আনন্দবিহার টার্মিনাল সীমাঞ্চল এক্সপ্রেসের যাত্রীদের ভোর ৩ টা ৫৮ মিনিট নাগাদ বিকট একটা শব্দে ঘুম ভেঙে যায়। সেই সময়ই শাহাদাই বুজুর্গের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে।

স্লিপারে এস ৮, এস ৯, এস ১০ এই তিনটি বগি, একটি জেনারেল বগি, একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগি (বি৩) সহ মোট ১১টি বগি লাইনচ্যুত বগিগুলির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন পূর্ব রেলওয়ের মুখপাত্র রাজেশ কুমার।

এই দুর্ঘটনায় অসংখ্য ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। উদ্ধার কাজ শুরু হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

শোনপুর ডিভিশন সূত্রের খবর, ৩.৫২ মিনিট নাগাদ মেহনার রোড দিয়ে ট্রেনটি যাচ্ছিল। তার কিছুক্ষণ পরই এই দুর্ঘটনাটি ঘটেছে। শোনপুর ও বরাউনি থেকে চিকিৎসকের দল ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন।

 

টাইমস/জিএস/এইচইউ

Share this news on:

সর্বশেষ