বিখ্যাত জার্মান দার্শনিক, লেখক ও কবি ইয়োহান ভল্ফাগাং ফন গ্যেটে। তিনি ১৭৪৯ খ্রিস্টাব্দের ২৮শে আগস্ট জার্মানির ফ্রাঙ্কফুর্টে জন্মগ্রহণ করেন।
ইয়োহান ১৭৯৬ খ্রিস্টাব্দে তার বন্ধু শিলারের সঙ্গে মিলিত হয়ে ‘স্কেনিয়ে’ নামে একটি পত্রিকা প্রকাশ করেন।
তার কিছু বিখ্যাত গল্প হলো- ডি লাইডেন ডেস ইউঙেন ভেরটার্স, ফস্ট, পার্ট ওয়ান এবং কয়েকটি নাটক- এগমন্ট, ইফিজেনিয়া ইন টাউরিস, টরকাতো টাসো, ক্ল্যাভিগো।
তিনি ১৮৩২ খ্রিস্টাব্দের মার্চের ১৬ তারিখে অসুস্থ হয়ে পড়েন। পরে মার্চের ২২ তারিখে মৃত্যুবরণ করেন।
তার একটি বিখ্যাত উক্তি হলো-
“যে বিদেশী ভাষা সম্বন্ধে অজ্ঞ, সে নিজের ভাষা সম্বন্ধেও কিছু জানে না।”