‘বাংলাদেশি অনুপ্রবেশ’ বন্ধে ভারতের নতুন প্রযুক্তি

বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ ও আসামের আন্তর্জাতিক সীমান্ত সিল করার জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করতে চায় ভারত। শনিবার বিকালে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটাতে এক নির্বাচনী জনসভায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং একথা জানান। খবর টাইমস অব ইন্ডিয়ার।

রাজনাথ সিং বলেন, পশ্চিমবঙ্গ ও আসাম দিয়ে ভারতে ‘বাংলাদেশি অনুপ্রবেশ’ বন্ধ করতে সীমান্ত সিল করে দেয়া হবে। এ জন্য 'কম্প্রিহেনসিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম' নামে বিশেষ প্রযুক্তির সাহায্য নেয়া হচ্ছে।

ভারতীয় এই স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, অত্যাধুনিক এই প্রযুক্তির প্রয়োগে অনুপ্রবেশের পাশাপাশি চোরাচালানও বন্ধ করে দেয়া সম্ভব হবে। ফলে, নিরাপত্তা সুরক্ষিত হবে।

রাজ্য সরকারের সমালোচনা করে রাজনাথ বলেন, ‘সীমান্তে বেড়াঁ দেয়ার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষে বারবার পশ্চিমবঙ্গ সরকারকে বলা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো জমি পাওয়া যায়নি।’

 

টাইমস/জিএস

Share this news on: