পারস্যের বিখ্যাত পণ্ডিত এবং সেলজুক সাম্রাজ্যের উজির আবু আলী আল-হাসান আল তুসি নিযামুল মুলক। তিনি ১০১৮ খ্রিস্টাব্দের ১০ এপ্রিল ইরানের তুস নগরে জন্মগ্রহণ করেন।
অল্পকালের জন্য তিনি সেলজুক সাম্রাজ্যের শাসক হিসেবেও অধিষ্ঠিত ছিলেন।
সেলজুক সাম্রাজ্যের সরকারি ব্যবস্থাপনায় তিনি বেশ প্রভাব রেখে যান। যার ফলে তিনি “নিযামুল মুলক” অর্থাৎ রাজ্যের শৃঙ্খলা উপাধি লাভ করেন। রাজত্বের উপর লিখিত সিয়াসাতনামা ও দাস্তুর আল-উজারা তার বিখ্যাত দুইটি গ্রন্থ।
মুলক ৪৮৫ হিজরির ১০ রমজান (১৪ অক্টোবর ১০৯২ খ্রিস্টাব্দ) ইসফাহান থেকে বাগদাদ যাওয়ার পথে আততায়ীর হাতে নিহত হন।
তার একটি উক্তি হলো-
“সর্বাপেক্ষা ভয়ংকর জীব হচ্ছে অত্যাচারী শাসক ও তোষামোদকারী পার্শ্বচর।”