বিখ্যাত ইংরেজ কবি জন গে। তিনি ১৬৮৫ খ্রিষ্টাব্দের ৩০ জুন যুক্তরাজ্যের বার্নস্ট্যাপলে জন্মগ্রহণ করেন।
জন গে তার ‘দ্য বেগারস অপেরা’ নামক কবিতার জন্য স্মরণীয় হয়ে আছেন। এটি ছাড়াও তার বিখ্যাত কিছু সৃষ্টি হলো- ওয়াইন, দ্য ওয়াট ডি'এ কল এট, ট্রিভিয়া, দ্য আর্ট অফ ওয়াকিং দ্য স্ট্রিট অফ লন্ডন, আকিস এন্ড গালাতিয়া, পোলি, অ্যাকিলিস, দ্য ডিস্রেসড ওয়াইফ ইত্যাদি।
জন গে ১৭৩২ খ্রিষ্টাব্দের ৪ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডনে মারা যান।
তার একটি বিখ্যাত উক্তি হলো-
“আমি তাকেই বেশি ঘৃণা করি যে নাম করতে গিয়ে তার সব মহত্ত্বকে বিসর্জন দেয়।”