ছিনতাইয়ের পর গাড়ি থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার ৬

ছিনতাইয়ের পর চলন্ত গাড়ি থেকে ফেলে হত্যার অভিযোগে একটি চক্রের ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- সজল, মুসা, বাচ্চু, সজীব, মুন্না ও সিদ্দিক। এসময় তাদের কাছ থেকে একটি পিকআপ ভ্যান, দেশীয় অস্ত্র, সাত হাজার টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বুধবার (২০ জানুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার এসব কথা জানান। তিনি বলেন, গত ২৮ ডিসেম্বর আপন মিয়া ও নজরুল ইসলাম নামে দুই ব্যবসায়ী দক্ষিণ খান থেকে কারওরান বাজারে যাওয়ার জন্য কাওলা ফুট ব্রিজের পূর্ব পাশে গাড়ির অপেক্ষায় ছিলেন। সে সময় ডাকাতরা কৌশলে যাত্রী হিসেবে তাদের গাড়িতে ওঠায়। পিকআপে যাত্রীবেশে বসে থাকা অন্য ডাকাতরা তাদের টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ধাক্কা দিয়ে চলন্ত গাড়ি থেকে ফেলে দেয়। ওই ঘটনায় আপন মিয়া মারা যান।

এ কে এম হাফিজ আক্তার আরও জানান, গ্রেপ্তার ছয়জন ওই চক্রের সদস্য। সাধারণত রাত ১১/১২টার পর তারা ভাড়া করা পিকআপ নিয়ে আব্দুল্লাহপুর থেকে কারওরান বাজার, রামপুরা থেকে যাত্রাবাড়ী, যাত্রাবাড়ী থেকে ভুলতা গাউছিয়া এলাকায় ডাকাতি করত।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম সাকলায়েন বলেন, গ্রেপ্তার সজল, মুসা, বাচ্চু এবং সজীবের বিরুদ্ধে বিমানবন্দর থানায় ডাকাতি ও খুনের মামলা এবং সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে একই থানায় একটি নিয়মিত (ডাকাতি) মামলা করা হয়েছে। পলাতক রফিককেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

টাইমস/এসজে

Share this news on:

সর্বশেষ