ফের সংঘর্ষে জড়াল ভারত ও চীন সেনারা

বিতর্কিত হিমালয় সীমান্তে ফের সংঘর্ষে জড়িয়েছে চীন ও ভারতের সেনারা। তিন দিন আগে উত্তর সিকিমের নকু লা এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

এর আগে গত বছরের জুনে উত্তর ভারতের লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সীমান্তে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়েছিল। এরপর থেকে ভারত ও চীনের মধ্যে সীমান্তে প্রবল উত্তেজনা বিরাজ করছে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা বলছে  গত সপ্তাহে খারাপ আবহাওয়ার সুযোগে চীনের একদল সেনা সিকিম সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। কিন্তু ভারতীয় বাহিনীর বাধায় শেষ পর্যন্ত পিছু হটে তারা। এসময় সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন জওয়ান জখম হন। এরপর থেকেই নকু লা সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, হিমালয় ঘেঁষা সীমান্তে সংঘর্ষের বিষয়ে এখনও পর্যন্ত ভারত বা চীনের পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিশ্বের সবচেয়ে দীর্ঘ বিতর্কিত সীমান্তের অংশীদার ভারত ও চীন। উভয়পক্ষই দীর্ঘদিন ধরে একে অপরের নিয়ন্ত্রণে থাকা বিশাল সব এলাকার মালিকানা দাবি করে আসছে।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: