নিজের বাড়ি থাকায় প্রধানমন্ত্রীর দেয়া ঘর ফেরত দিলেন বশির

নিজের জমি ও বাড়ি থাকার পরও গৃহহীনদের জন্য সরকারের দেয়া ঘর বরাদ্দ পেয়ে তা ফেরত দিয়েছেন এক ব্যক্তি। সিলেটের জৈন্তাপুর উপজেলায় এঘটনা ঘটেছে। বশির উদ্দিন নামের ওই ব্যক্তি নিজ নামে বরাদ্দ পাওয়া সরকারি ঘরের কাগজপত্র উপজেলা প্রশাসনের কাছে বুঝিয়ে দিয়েছেন।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভিন গণমাধ্যমকে বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। কিভাবে একজন ব্যক্তির ঘর-বাড়ি থাকার পরও সরকারি ঘর বরাদ্দ দেয়া হয়েছে তা খতিয়ে দেখা হবে।

ঘর ফেরত দেয়া বশির উদ্দিন জানান, জৈন্তাপুরের চিকনাগুল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম ঠাকুরের মাঠি গ্রামে তার নিজের জমিতে বাড়ি রয়েছে। তিনি সেখানেই বসবাস করেন। কিন্তু তার নামে দুস্থ ও গৃহহীনদের ঘর বরাদ্দ দেয়া হয়েছে।

বশির উদ্দিন বলেন, রোববার ঘরের কাগজপত্র স্থানীয় এমপি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের কাছে ফেরত দিয়েছি। কারণ এসব ঘর গৃহহীনদের জন্য সরকারের উপহার। আমার তো নিজের ঘর-বাড়ি ও জমি রয়েছে। আমি তো গৃহহীন নই। তাহলে আমি কেন দুস্থ ও অসহায় মানুষের ঘর নেব?

বশির উদ্দিন জানান, স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জরুরি কাজের কথা বলে বশির উদ্দিনের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সংগ্রহ করেন। এরপর ওই ইউপি সদস্য ভূমিহীনদের তালিকায় বশির উদ্দিনের নাম লিখিয়ে দেন।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ গণমাধ্যমকে বলেন, ঘটনাটি জানার পর সরেজমিনে তদন্ত করেছি। প্রাথমিক ভাবে ২৩ জনের ঘর বরাদ্দে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।

 

টাইমস/এসএন

Share this news on: