চসিক নির্বাচনে মাঠে থাকবে আট হাজার পুলিশ

আগামীকাল বুধবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন। এ উপলক্ষ্যে নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের আট হাজার সদস্য মাঠে থাকছেন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে পুলিশ সদর দফতর এ তথ্য জানিয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চসিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

৭৩৫ কেন্দ্রে চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোট গ্রহণ হবে। এর মধ্যে ৪২৯ কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে পুলিশ, যা মোট কেন্দ্রের ৫৮ শতাংশ। এসব কেন্দ্রে পুলিশ সদস্যদের পাশাপাসি ২৫ প্লাটুন বিজিবি মোবাইল টিমে স্ট্রাইকিং ফোর্স হিসাবে সব কেন্দ্রে কাজ করবে।

এছাড়া এসব কেন্দ্রে অস্ত্রধারীসহ ছয়জন করে পুলিশ সদস্য ও ১২ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে। আর এর বাইরে সাধারণ কেন্দ্রে অস্ত্রধারীসহ চার জন পুলিশ ও ১২ জন করে আনসার সদস্য থাকবে।

মূলত আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর ও বিদ্রোহী প্রার্থীদের দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। প্রচারের ফাঁকে এলাকায় ফিরেছে চিহ্নিত সন্ত্রাসীরাও। তাই ভোটের দিন কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ নিয়ে ভোটারদের পাশাপাশি শঙ্কায় আছেন বেশির ভাগ প্রার্থীও।

নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী ৭ জন। কাউন্সিলর প্রার্থী ২২৫ জন। এবার ভোটার ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন।

 

টাইমস/এসজে

Share this news on: