চট্টগ্রামকে পরিকল্পিতভাবে সাজাতে চাই : নতুন মেয়র রেজাউল

'চট্টগ্রামকে আমি পরিকল্পিতভাবে সাজাতে চাই। আর তাই সবার সাথে পরামর্শ করে এবং তা বিশেষজ্ঞদের নিয়ে পর্যালোচনা করে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করবো।' এভাবেই নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে বহদ্দার বাড়িতে তাকে শুভেচ্ছা জানাতে আসেন সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন সহ শুভানুধ্যায়ীরা। এসময় রেজাউল করিম চৌধুরী এসব কথা জানান।

তিনি আরও বলেন, নগরীর প্রত্যেক এলাকার সমস্যা চিহ্নিত করে তা সমাধান করতে হবে। কিশোর গ্যাং বন্ধ করতে হবে। শিশুদের যদি খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার দিকে ধাবিত করা যায় তাহলে যুবকদের খারাপ পথ থেকে সরিয়ে আনা সম্ভব। তাই প্রত্যেক ওয়ার্ডে সম্ভব না হলেও যেখানে সরকারি অনেক জায়গা আছে সেখানে খেলার মাঠ করে দেওয়া হবে।

গত বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে ৩ লাখ ৬৯ হাজার ২৮৪ ভোট পেয়ে আগামি পাঁচ বছরের জন্য মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on:

সর্বশেষ