খুলনায় সাপের বিষসহ আটক ৩ জন

খুলনায় প্রায় ১০০ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ তিনজনকে আটক করেছে র‍্যাব-৬। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে খুলনা মহানগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন,- পাবনার নুরুল সরদারের ছেলে বাচ্চু সরদার (৫০), ফ‌রিদপুরের ইব্রাহিম প্রামাণিকের ছেলে লুৎফর রহমান (৪৮) ও যশোরের রামচন্দ্র বিশ্বাসের ছেলে সৌমিত্র বিশ্বাস (৩২)।

র‍্যাব-৬ অধিনায়ক লে. কর্নেল রওশনুল ফিরোজ গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬টায় খুলনার জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে সাপের বিষসহ তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬টি সিল করা বোতলে ১২ পাউন্ড সাপের বিষ জব্দ করে র‌্যাব। তিন‌টি পাত্রে তরল ও ৩টি পাত্রে গুড়া অবস্থায় বিষ পাওয়া গেছে।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, এ ধরনের বিষের পাউন্ড প্রতি মূল‌্য প্রায় ৭ কো‌টি টাকা। সে হিসেবেই বিষের আনুমানিক মূল্য ১০০ কোটি টাকা ধারণা করা হচ্ছে । পাত্রের গায়ে ‘মেড ইন ফ্রান্স’লেখা। সম্ভবত মাদক বা ঔষধ তৈ‌রির কাজে এসব বিষ ব‌্যবহার করা হয়।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on:

সর্বশেষ