চট্টগ্রাম সিটি নির্বাচন ‘অনিয়মের মডেল’ : মাহবুব তালুকদার

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে ‘অনিয়মের মডেল’ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকালে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নিজের লিখিত বক্তব্য তুলে ধরে মাহবুব তালুকদার বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, তাতে আমি হতাশ। নির্বাচনে এমনটি হবে আমি আগেই আশঙ্কা করেছিলাম। আমি কমিশনকে সাবধান করেছিলাম। কিন্তু তাতে কোনো কাজ হলো না।

ইসির এই কমিশনার আরও বলেন, সহিংসতা, কেন্দ্র দখল, পুলিশের গাড়ি ও ইভিএম ভাংচুরের ঘটনা চসিক নির্বাচনকে কলঙ্কিত করেছে। এই ভোট গণতন্ত্র প্রতিষ্ঠার নিয়ামক হতে পারে না।

তিনি বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু হলে ভোটার উপস্থিতি আরও বাড়তো। স্বাধীনতার পঞ্চাশ বছরে গ্রহণযোগ্য করতে না পারার ব্যর্থতা মেনে নেওয়া যায় না।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ