ডাকাতি হওয়া ৮০ লাখ টাকার সিগারেট উদ্ধার, মানিকগঞ্জে গ্রেপ্তার ৬

মানিকগঞ্জে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতি হওয়া ৮০ লাখ টাকার সিগারেট উদ্ধার করেছে পুলিশ। ডাকাতি হওয়ার ৯ দিন পর বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

আসামিরা হলেন- নওগাঁ জেলার হাসান বেপারি ওরফে রানা (৩৭), দিনাজপুরের সালাউদ্দিন (৩৮), পাবনার নুরুজ্জামান হোসেন মোক্তার (৫১), গাইবান্ধার কাউসার হোসেন (২৬), সিরাজগঞ্জের সাইফুল ইসলাম (৪৩) ও ফরিদপুরের পান্না শিকদার ওরফে পাপ্পু শিকদার (৪২)।

পরে আসামিদের মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আসামিরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জ জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, গত ১৮ জানুয়ারি ঢাকা-আরিচা মহাসড়কের দোতরা এলাকায় কয়েকজন ব্যক্তি ডিবি পরিচয়ে একটি কাভার্ডভ্যান আটকে প্রায় ৮০ লাখ টাকার সিগারেট লুট করে।

 

টাইমস/এসএন

Share this news on: