চীনা শ্রমিকদের উদ্ধার করে প্রশংসায় ভাসছেন বাংলাদেশি শান্তিরক্ষীরা

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে একটি সোনারখনিতে কর্মরত চীনের এক শ্রমিক দলকে সশস্ত্র বিদ্রোহীদের আক্রমণ থেকে উদ্ধার করেছে বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনী।

রোববার (৩১ জানুয়ারি) আন্তঃবাহিনী পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ ডিসেম্বর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের গাগা এলাকায় সোনার খনিতে চীনের একটি শ্রমিক দলের ওপর আক্রমণ চালায় সশস্ত্র বিদ্রোহীরা। এসময় আক্রমণকারীরা খনির ৬টি যানবাহন লুট করে নিয়ে যায়। এক পর্যায়ে খনিতে নিয়োজিত চীনের ৩২ জন শ্রমিকের একটি দল খনি এলাকা থেকে পালিয়ে বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি টহলদলের শরাণাপন্ন হয়। পরে বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা চীনা শ্রমিকদের উদ্ধার করে নিরাপত্তা প্রদান করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশি শান্তিরক্ষীরা ভীতসন্ত্রস্ত চীনা শ্রমিকদের প্রয়োজনীয় খাদ্য, পানীয় এবং চিকিৎসা প্রদান করে। এঘটনায় বাংলাদেশি শান্তিরক্ষীদের পদক্ষেপের প্রশংসা করেন বিভিন্ন মহল। এমনকি জাতিসংঘে নিয়োজিত চীনের স্থায়ী প্রতিনিধি বাংলাদেশি শান্তিরক্ষীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রশংসাপত্র পাঠিয়েছেন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ