গণতন্ত্রের জন্যই শক্তিশালী বিরোধীদল দরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতন্ত্রের স্বার্থে শক্তিশালী বিরোধী দল অবশ্যই দরকার। কারণ আমরা দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে চাই।

রোববার (৩১ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদে গৃহীত মুজিববর্ষের কার্যক্রম মুজিববর্ষ ওয়েবসাইট ২০২০-২১ এবং জাতির পিতা শেখ মুজিবুর রহমানের অডিও ভাষণের ডিজিটাল সংকলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, নেতৃত্বের অভাবের কারণে সংসদে বর্তমান বিরোধীদলগুলো জনগণের কাঙ্খিত আস্থা ও বিশ্বাস অর্জন করতে ব্যর্থ হয়েছে। দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা অনেক। এক্ষেত্রে সংসদের যথেষ্ট ভূমিকা রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, একটা সময় ছিল যখন বিরোধীদলের সদস্যদের সংসদে কথা বলতে দেয়া হতো না। অনেক স্মৃতি রয়েছে। একটা সময় বিরোধীদলগুলো অনেক সমস্যা মোকাবিলা করেছে। কিন্তু আমাদের সরকার বিরোধীদলগুলোর প্রতি কোনো বিরূপ আচরণ করেনি। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাসী।

 

টাইমস/এসএন

Share this news on: