ইন্টারনেট বন্ধ, সেনা বিরোধী বিক্ষোভে উত্তাল মিয়ানমার

বিক্ষোভে উত্তাল মিয়ানমার। সামরিক সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে দেশটির সাধারণ মানুষ। ‘একনায়কতন্ত্র চাই না- গণতন্ত্র চাই’ স্লোগানে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিপুল পরিমাণ সেনা সদস্য মোতায়েন করেছে সামরিক সরকার।

রোববার সকালে ইয়াঙ্গুনে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়ার পর মানুষের ক্ষোভ বাড়ছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, এদিন সকাল থেকেই মিয়ানমারের চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবীরা রাস্তায় নেমে আসে। সেনা অভ্যুত্থান বিরোধী স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ইয়াঙ্গুনের রাস্তা।

আন্দোলনকারীরা দেশটির গণতন্ত্রী নেত্রী অং সান সু চির মুক্তির দাবিও জানিয়েছে। বিক্ষোভে লাল রঙের বেলুন, লাল পোশাক ও লাল পতাকা নিয়ে অংশ নিয়েছে মানুষ।

আল জাজিরা জানিয়েছে, শিক্ষার্থীরা হাতে ফুল নিয়ে বিক্ষোভে অংশ নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই আন্দোলনকারীদের মোকাবিলা করার চেষ্টা করে যাচ্ছে। কোথাও কোনও সংঘর্ষ বা সহিংস ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত, ক্ষমতা দখলের পরই মিয়ানমারের সামরিক সরকার ফেসবুক, টুইটারসহ ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে। এরপর থেকেই ক্ষোভে ফুঁসে উঠেছে দেশটির সাধারণ মানুষ। ইন্টারনেট পরিষেবা বন্ধ করার ঘটনাকে ‘জঘন্য ও বেপরোয়া’ আখ্যা দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ